Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সরকারী বেসরকারী ভাবে বিদেশ যেতে ইচ্ছুক তাদের নাম অনলাইএন রেজিষ্ট্রেশন বিষয়ক বিজ্ঞপ্তি
বিস্তারিত

সরকারী বেসরকারীভাবে বিদেশে চাকুরী প্রার্থীদের নাম অনলাইনে রেজিষ্ট্রেশন বিষয়ক বিজ্ঞপ্তি

 

এতদ্বারা সাতবাড়িয়া ইউনিয়নের সর্বস্তোরের জন সাধারণের জন্য জানানে যাইতেছে যে,সরকারী ও বেসরকারীভাবে পুরুষ ও মহিলা যারা বিদেশে ইচ্ছুক তাদের নাম আগামী  ০৪-১০-২০১৩ ইরেজী তারিখ হইতে ১২-১০-২০১৩ তারিখের মধ্যে বাধ্যতামূলক ভাবে সাতবাড়িয়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র হতে অবশ্যই অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। অন্যথায় প্রবাসী হিসেবে বিদেশে গমন নিশ্চিত হবে না। এই রেজিষ্ট্রেশন যারা বিদেশ যেতে আগ্রহী তারা সকল শ্রেণীর মানুষের জন্য বাধ্যতামূলক। যেমন : ডাক্তার,ইঞ্জিনিয়র,শিক্ষক,শ্রমিক ইত্যাদি সকলের নাম অনলাইনে রেজিষ্ট্রেশন করা বাধ্যতামূলক। তাই ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে অনলাইনে নাম রেজিষ্ট্রেশন এবং সরকারকে প্রতিজনের ডাট বেইজ তৈরি করার সযোগ করে দেয়ার জন্য অনুরোধ করা হইল। বিস্তারিত জানার জন্য সরাসরী সাতবাড়িয়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

 

যোগাযোগ                                                           আদেশক্রমে

উদ্যোক্তা ও পরিচালক                                               (আলহাজ্ব আহমদুর রহমান)

   সাতবাড়িয়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র                                           চেয়ারম্যন

০৭ সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ                                      ০৭ সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ

চন্দনাইশ,চট্টগ্রাম                                                   চন্দনাইশ,চট্টগ্রাম।

মোবাইল নং: ০১৮১৯-৭২৫৮৭২

                                                    নিয়মাবলী

ফরম পুরণে যা যা প্রয়োজন:

** পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্টের প্রথম তিন পাতা ফটোকপি,জন্ম নিবন্ধন সনদের ফটোকপি,আইড কার্ডের ফটোকপি। শিক্ষাগত যোগ্যতা থাকলে তার ১ সেট ফটোকপি,অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদের ফটোকপি।

** নমিনী হিসেবে রক্ত সম্পর্ক আছে এমন একজনের পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্টের প্রথম তিন পাতা ফটোকপি,জন্ম নিবন্ধন এর ফটোকপি,আইডি কার্ডের ফটোকপি।

** রেফারেন্স হিসেবে তিন জন ব্যক্তির সকল কারিকুলাম বায়ো-ডাটা সংগে নিয়ে আসতে হবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
04/10/2013