Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

সাতবাড়িয়া ইউনিয়নের কার্যাবলী

০১

 

পরিষদের মাসিক এক নিয়মীত সাধারণ সভা, বিশেষ সভা, জরুরী সভা, বাজেট অধিবেশন, ১৩টি ষ্ট্যাডম্যান্ট

কমিটির সভা পরিচালনা এক সরকারি আদেশে বিভিন্ন সভা পরিচালনা।

০২

 

বার্ষিক বাজেট প্রণয়ন এক ও পেশ।

০৩

 

পঞ্চবার্ষিকি ভেলোয়্যাশন তালিকা প্রনয়ণ এক বার্ষিক হোল্ডিং টেক্স আদায় কার্যক্রম পরিচালনা।

০৪

 

পরিষদের বিভিন্ন ব্যাংক তহবিল পরিচালনা।

০৫

 

সরকারি বিভিন্ন চিটি পত্র আদান প্রদান ও পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা।

০৬

 

পরিষদের কর্মকর্তা/কর্মচারী ব্যবস্থাপনা।

০৭

 

জনগনের দৈননন্দিন সেবা মূলক বিভিন্ন সনদপত্র প্রদান। যেমনঃ জন্ম সনদ, মৃত্যু সনদ, জাতীয়তা সনদ, ওয়ারিশ সনদ এবং আর অন্যান্য সনদ ইত্যাদি।

০৮

 

ইউ,আই,এস,সি তথ্য কেন্দ্র পরিচালক।

০৯

 

নিরক্ষরতা দূরিকরণ, আইন শৃংখলা রক্ষা কাজে সহায়তা করণ, পানির জলের ব্যবস্থা করণ, স্যানিটেশন ব্যবস্থা উন্নত করন, বৃক্ষ রোপন, কৃ্ষি কাজে সহায়তা করণ, জলবদ্ধতা নিস্কাশন, জনস্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করণ, নারী ও শিশু পাচার রোধ, আর অনেক সমাজিক কাজে এই পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
 

১০

 

উন্নয়ন মূলক কার্য্যক্রমঃ

ক) বার্ষিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা। যেমনঃ এ ডি পি। এল জি এস পি, ১% ভূমি উন্নয়ন কর, কাবিটা, অতিদরিদ্রদের জন্য আত্বকর্ম সংস্থান কর্মসূচি (৬০%+৪০%), ইত্যাদি প্রকল্প গ্রহণ এক বাস্তবায়ণ।

খ) কাবিখা, টি আর, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ণ।

ত্রান বিতরণঃ

ক) সরকার পরিচালিত ভি জি ডি, ভি জি এফ, স্বল্পমূল্যে দরিদ্রদের মধ্যে কার্ড বিতরণ ও সরকারী প্রদত্ত অন্যান্য ত্রান সামগ্রি বিতরণ।

খ) বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, মাতৃত্বকালীন ভাতা ইত্যাদি পরিচালনা।